বিইউবিটি ইন্টার ফ্যাকাল্টি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্প ইংরেজি বিভাগ, রানার্সআপ ল’

14
17
বিইউবিটি ইন্টার ফ্যাকাল্টি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্প ইংরেজি বিভাগ, রানার্সআপ ল'
বিইউবিটি ইন্টার ফ্যাকাল্টি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্প ইংরেজি বিভাগ, রানার্সআপ ল'

এসএলএ

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত ইন্টার ফ্যাকাল্টি ফুটবল টুর্নামেন্টে ফ্যাকাল্টি অব ল’ কে হারিয়ে জয়লাভ করলো ফ্যাকাল্টি অব আর্টস এন্ড হিউম্যানিটিজ (ইংরেজি বিভাগ)। এক শ্বাসরুদ্ধকর খেলার মধ্যে দিয়ে সফলভাবে টুর্নামেন্টটির পরিসমাপ্তি হয়েছে।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো ফ্যাকাল্টি অব আর্টস এন্ড হিউম্যানিটিজের ইংরেজি বিভাগ। যদিও প্রথমার্ধ কাটে গোলশূন্য অবস্থায়। অনেক সুযোগই হাতছাড়া হয়ে যায়। এদিকে ফ্যাকাল্টি অব ল’ এর প্রচেষ্টাতেও কোন ঘাটতি ছিলো না। দ্বিতীয়ার্ধে কোন সুযোগ দেয় নি ইংরেজি বিভাগ। দুর্দান্ত এক প্রতিআক্রমণে ল’ এর জালে গোল করেন ইংরেজি বিভাগের হাসিব। ১-০ গোলে খেলা শেষ হয়। জয়ের আনন্দে উচ্ছাসিত হয় দর্শক গ্যালারি। সমর্থকদের কণ্ঠে ভেসে ওঠে- ইস্ট অর ওয়েস্ট, ইংলিশ ইজ দ্যা বেস্ট। ম্যাচ সেরা হন ইংরেজি বিভাগের হাসিব, সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার হাতে নেন ইংরেজি বিভাগের মেহেদি, সেরা গোলরক্ষক প্রাপ্ত হন ল’র মুন। ফলাফলঃ চ্যাম্প- ফ্যাকাল্টি অব আর্টস এন্ড হিউম্যানিটিজ (ইংরেজি বিভাগ); রানার্সআপ- ফ্যাকাল্টি অব ল’।

বিইউবিটি ইন্টার ফ্যাকাল্টি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্প ইংরেজি বিভাগ

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিইউবিটি’র উপাচার্য প্রফেসর ড. মো. ফৈয়াজ খান, বিইউবিটি’র উপদেষ্টা প্রফেসর মো. আবু সালেহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী নূর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর শান্তি নারায়ন ঘোষ, ডিরেক্টর, আইকিউএসি-বিইউবিটি ও বিইউবিটি রিসার্স সেন্টার; প্রফেসর ড. আলী আহমেদ, ট্রেজারার ও ডিন, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপলায়েড সায়েন্সেস, বিইউবিটি; প্রফেসর সৈয়দ আনোয়ারুল হক, ডিন, ফ্যাকাল্টি অব আর্টস এন্ড হিউম্যানিটিজ, বিইউবিটি; প্রফেসর ড. সৈয়দ সরফরাজ হামিদ, ডীন, ফ্যাকাল্টি অব ল’; বিইউবিটি, মোঃ সাব্বির আহমেদ, সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান (ভাঃ), ইংরেজি বিভাগ, বিইউবিটি, অন্যান্য শিক্ষকমণ্ডলী; কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। টুর্নামেন্টটি সফলভাবে সঞ্চালনা করেছে বিইউবিটি স্পোর্টস ক্লাব।