স্টাফ রিপোর্টার
নড়াইলে মুজিববর্ষ জেলা দাবা লীগের পর্দা উঠলো। ৪ নভেম্বর বৃহসপতিবার বিকালে বর্ণাঢ্য অয়োজনের প্রধান অতিথি পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন জেলা দাবা লীগের শুভ উদ্বোধন করেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় নড়াইল জেলা ক্রীড়া সংস্থা বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দাবা ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান দিপু, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমন মিকু, পৌর মেয়র আজ্ঞুমান আরা, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারন সম্পাদক কৃঞ্চ পদ দাসসহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
মনোস্তাত্ত্বীক উন্নয়ন সাধনের মোখ্যম মাধ্যম দাবা খেলার সম্প্রসারণে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি আই জি পি ড. বেনজীর আহমেদের জেলায় জেলায় দাবা লীগ আয়োজনের বিশেষ উদ্যোগ গ্রহন করেন। এরই অংশ হিসেবে নড়াইলে এ দাবা লীগ আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ২০টি দলের মোট ৮০জন দাবাড়– অংশ নিচ্ছে। ফাষ্ট রাউন্ড লীগ এবং পরবর্তীতে রবিন লীগ পদ্ধতীতে এ খেলা অনুষ্ঠিত হবে।