নড়াইলে চু/রির মাল একই দোকানে বিক্রি!

0
82
মালামাল চুরি

স্টাফ রিপোর্টার

চু/রির মলি ওই দোকানেই বেঁচতে গিয়ে আটক হলো ২জন। আটককৃতরা হলো শহরের ভওয়াখালী এলাকার খোকন বিশ্বাস (৩০) ও তার সহযোগী নয়ন (২৮)কে আটক করা হলেও পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে নড়াইল শহরের বৌবাজার এলাকায়।

বউবাজারের ভাংগাড়ি ব্যবসায়ী সাইফুল বলেন, রোববার (২১ নভেম্বর) রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়ে পরদিন সোমবার সকালে ভওয়াখালী এলাকার মৃত লুংফার বিশ্বাসের ছেলে খোকন বিশ্বাস ও তার সহযোগী নয়ন কিছু ভাংগাড়ি মাল বিক্রির জন্য আমার দোকানে নিয়ে আসে। দোকানের শাটার খুলে দেখি উপরের টিন কাটা, পরে দেখি মালামাল অনেক কিছু নাই। খোকন একটি ব্যাগ থেকে তামার তার বের করে আমাকে ওজন দিতে বলে। তখন ওজন দিয়ে ১০ কেজি তামার তারের মূল্য হিসেবে ১০ হাজার টাকা খোকনকে দিয়ে দিই। তবে টাকা দেওয়ার সময় খোকনেকে জিজ্ঞাসা করি এটাতো আমার ঘরের তামার তার, রাতে উপরের টিন কেটে চো/রে নিয়ে গেছে। এ সময় খোকন জানায়, এক ভাংগাড়ি ব্যবসায়ীর কাছ থেকে কিনেছি। বিষয়টি পুলিশকে পুলিশ এসে খোকন ও তার সহযোগী নয়ন কে আটক করে থানায় নিয়ে যায়।

সদর থানার ওসি শওকত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চু/রির অভিযোগে দু’জনকে আটক করা হলেও তারা জানায় চু/রি করা ওই মালামাল যশোরের এক জনের কাছ থেকে কিনেছে। প্রকৃত চোর ধরতে পুলিশ তৎপর রয়েছে তিনি জানিয়েছেন।