নড়াইলে বিশ্ব অ/টিজম সচেতনতা দিবস পালিত

4
4
নড়াইলে বিশ্ব অ/টিজম সচেতনতা দিবস পালিত
নড়াইলে বিশ্ব অ/টিজম সচেতনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার

“মহামারিত্তোর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পািলত হয়েছে। অ/টিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় সারা দেশের ন্যায় নড়াইলেও দিবসটি পালন করা হচ্ছে।

এ উপলক্ষে ৩ ডিসেম্বর সকাল ১১ টায় নড়াইল সদরের বোড়ামারা অ/টিজম ও প্রতিব/ন্দ্বী বিদ্যালয়ে আলোচনাসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। ব্যালিতে শতাধিক অটিজম ছেলে মেয়ে অংশগ্রহন করে। এ সময় উপস্থিত ছিলেন মাইজপাদা উইনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন,বিদ্যালয়ের সভাপতি মোঃ ফেরদৌস আহম্মেদ শিকদার, প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন, শিক্ষক মন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।