নড়াইলে ৯৭ হাজার ৫৮৫ শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

1
5
নড়াইলে ৯৭ হাজার ৫৮৫ শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
নড়াইলে ৯৭ হাজার ৫৮৫ শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার

নড়াইলের তিনটি উপজেলায় ৯৭ হাজার ৫৮৫ জন শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল সিভিল সার্জ/ন অফিস সভাকক্ষে আয়োজিত কর্মশালায় এ বিষয়ে অবহিত করেন সিভিল সা/র্জন ডাক্তার নাছিমা আকতার।

তিনি বলেন, আগামী ১১ ডিসেম্বর শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ৬ থেকে ১১মাস বয়সী ১১হাজার ৮০৫জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ-প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮৫ হাজার ৭৮০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে এ কার্যক্রম চলবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন-মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত হালদার, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম আল মামুন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মোল্যা ফোরকান আলীসহ সাংবাদিকরা।