নড়াইলে স্ত্রী হ/ত্যার দা/য়ে মামলায় স্বা/মীর ফাঁ/সি

11
7
আদালত
কোর্ট

স্টাফ রিপোর্টার

নড়াইলে যৌ/তুকের দাবিতে স্ত্রীকে হ/ত্যার অভিযোগে স্বামী গাউচ মিনাকে (৪০) ফাঁ/সি ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলার নারী ও শিশু নি/র্যাতন দ/মন ট্রাইবুনালের বিচারক সানা মোঃ মাহরুফ হোসাইন এ আদেশ দেন। এ মামলায় অপর আসা/মী সাহেদা বেগমকে খালাস দিয়েছেন আদালত। আসা/মী গাউচ জেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের মৃ/ত খবির মিনার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, আসা/মী গাউচ মিনার সাথে ২০১১ সালের মার্চ মাসে একই গ্রামের সনিয়া বেগমের বিবাহ হয়। বিয়ের পর থেকেই গাউচ ও তার মা সাহেদা বেগম যৌ/তুকের দাবিতে সনিয়ার ওপর নি/র্যাতন শুরু করে। মেহেদীর রং মুছতে না মুছতেই এক মাস পর ওই বছরের ১৭ এপ্রিল রাতে স্বামী স্ত্রী সনিয়াকে নি/র্যাত/ন ও শ্বা/সরো/ধে হ;ত্যার পর ও/ড়না দিয়ে ঘরের মধ্যে ঝুঁ/লিয়ে রাখে।

এ ঘটনায় স্বামী গাউচসহ সাহেদাকে আসা/মি করে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন নিহ/তের ভাই টুটুল বিশ্বাস। মোট ১৬জনের স্বাক্ষ্য শেষে হ/ত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত এ আদেশ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন, জজকোর্টের পিপি অ্যাডঃ এমদাদুল ইসলাম।