চিকিৎসক লা/ঞ্ছিতের ঘটনায় কালিয়ায় জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মা/মলা

1
2
নড়াইলের জেলা পরিষদ সদস্য কর্তৃক কালিয়ায় ডাক্তার লা/ঞ্ছিত
লা/ঞ্চিত

স্টাফ রিপোর্টার

প্রতিব/ন্ধীর সনদ না দেয়াকে কেন্দ্র করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে/ক্সের চিকিৎসক লা/ঞ্ছিতের ঘটনায় অবশেষে কালিয়া থানায় মা/মলাটি রেকর্ড হয়েছে। নড়াইল জেলা পরিষদের সদস্য মো. মাসুদ রানা শেখের বিরু/দ্ধে থানায় মা/মলা দায়েরের তিনদিনপর বুধবার রাতে রেকর্ড করা হয়। মাসুদ রানা উপজেলার হাড়িডাঙ্গা গ্রামের মৃত আকাম শেখের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২৭ ডিসেম্বর বিকাল চারটার দিকে নড়াইল জেলা পরিষদ সদস্য মো. মাসুদ রানা প্রতিবন্ধীর সনদপত্রের জন্য একজন রো/গীকে সাথে নিয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে/ক্সের সহকারী সার্জন ডা. শুভঙ্কর সাহার কাছে যান। চিকিৎসক সেই রো/গীকে প্রতিব/ন্ধী সনদ দিতে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে শুরু হয় কথা কা/টাকা/টি। তার এক পর্যায়ে মো. মাসুদ রানা চিকিৎসক ডা.শুভঙ্কর সাহাকে শারী/রিকভাবে লা/ঞ্ছিত করেন বলে তিনি অভিযোগ করেন। এরপর ২৭ডিসেম্বর রাতে ওই চিকিৎসক বাদি হয়ে ১ জনকে আসা/মী করে কালিয়া থানায় মাম/লাটি দায়ের করেন। তিনদিনপর বুধবার (৩০ডিসেম্বর) রাতে মামলাটি রেকর্ড করা হয়। কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেন, পলাতক আসা/মীকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।