নড়াইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শততম বার্ষিকী পালন

4
8
নড়াইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শততম বার্ষিকী পালন
নড়াইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শততম বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার

নড়াইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শততম বার্ষিকী পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ৬ জানুয়ারী সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান পালিত হয়।

অনুষ্ঠানে বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন সৌরভ ব্যানার্জী, মোঃ মহিউদ্দীন এবং বহ্নি। বিদ্রেহী কবিতা নিয়ে আলোচনা করেন নজরুল গবেষক এইচ এম সিরাজ, অধ্যাপক মলয় নন্দী, অধ্যক্ষ রওশন আলী। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস এম মতিন,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, কবি হাসমত আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বিদ্রোহী কবিতার শততম বার্ষিকী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফকরুল হাসান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের গর্ব,আর বিদ্রোহী কবিতা কবির অনবদ্য সৃষ্টি। এই সৃষ্টি কে আমরা যথাযথ মর্যাদায় পালিত করছি, আশা করি কবির এই অনবদ্য সৃষ্টি হাজার বছর বেচে থাকুক মানুষের মাঝে।