কালিয়ায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

3
6
নির্বাচন
নির্বাচন

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ার এগারোটি ইউনিয়ন পরিষদের নব নির্বার্চিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা বুধবার (৫ জানুয়ারি) বিকেল পাঁচটায় শপথ গ্রহণ করেছেন। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নড়াইলের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান নব নির্বাচিত ১১জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। এর মধ্যে দু’জন নব নির্বাচিত নারী চেয়ারম্যান রয়েছেন।

এছাড়া কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এগারোটি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ৩৩জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৯৮জন সাধারণ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা নির্বাচন অফিসার মো. ওয়ালিউল্লাহ, কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌর মেয়র মো. ওয়াহিদুজ্জামান হীরা প্রমুখ। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর কালিয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে আদালতে মামলা সংক্রান্ত জটিলতায় সালামাবাদ ইউনিয়ন পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি। এছাড়া কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য মৃত্যুবরণ করায় সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যের শপথ হয়নি।