গৌরীপুরে উদীচী’র সম্মেলন অনুষ্ঠিত

0
7
গৌরীপুরে উদীচী’র সম্মেলন অনুষ্ঠিত
গৌরীপুরে উদীচী’র সম্মেলন অনুষ্ঠিত

গৌরীপুর, (ময়মনসিংহ) প্রতিনিধি

“শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রিতির মালা গাঁথি ভেদাভেদ নাশে” এই শ্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর উদীচী ভবনে শুক্রবার বিকাল ৩ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফুর রহমান।

একেএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন জেলা উদীচী’র সম্পাদকমন্ডলীর সদস্য সাঈদ হাসান মিথুন। কাউন্সিল অধিবেশনে ওবায়দুর রহমানকে সভাপতি ও আলী আশরাফকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আরিফ আহমেদ, এইচ এম খায়রুল বাসার, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সম্পাদকমন্ডলীর সদস্য মাহমুদুল হাসান শুভ, অর্পিতা কবির এ্যানি, লাবিবা ইসলাম রুদিতা, সদস্য হিসেবে আছেন আবুল ফজল মোঃ আজাদ হীরা, একেএম মাজহারুল ইসলাম পলাশ, গোপা দাস, শামীমা খানম মীনা, এনামুল হাসান অনয়, নাজিম উদ্দিন, শতাব্দী দাস শুভ, ইমন সরকার ও শচীন বিশ্বাস, ৪ জনকে পরবর্তীতে কোঅপ্ট করে নেয়া হবে। নব-গঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান জেলা উদীচীর নেতা সাঈদ হাসান মিথুন।