লোহাগড়া নবনির্বাচিত ১২ ইউপি’র চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠিত

2
3
লোহাগড়া নবনির্বাচিত ১২ ইউ’পির চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠিত
লোহাগড়া নবনির্বাচিত ১২ ইউপির চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় নবনির্বাচিত ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) বিকালে লোহাগড়া উপজেলা পরিষদের হলরুমে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্যদের শপথ পাঠ করান লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভিন। এ সময় ১২টি ইউনিয়নের ১২ জন চেয়ারম্যান, ৩৬ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ১০৮ জন সদস্য শপথ বাক্য পাঠ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌর মেয়র আলহাজ্ব সৈয়দ মশিয়ুর রহমান,জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালি উল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৭টিতে এবং ৫টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন ।