নড়াইলে করোনা আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু, সনাক্তের হার ৩৪ শতাংশ

3
6
করোনা
ছবিঃঃ করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার

করোনার ৩য় ঢেউয়ে নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার শাহাজাহান মিয়া (৭৫) মা/রা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। জেলায় এই নিয়ে মোট মৃত্যুর সরকারীভাবে সংখ্যা ১২২। এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী এই এক সপ্তাহে গড় করোনা রোগী সনাক্তের হার বেড়ে হয়েছে ৩৪ শতাংশ। সংক্রান্তের বেশির ভাগই ওমিক্রন ধরন আর কিছু ডেল্টা ধরন। এদিকে জেলায় করোনা প্রতিরোধে দুই ডোজ টিকা গ্রহনের হার ৪৪ শতাংশে দাড়িয়েছে। এছাড়া মোট জনসংখ্যার ৬৫ শতাংশ মানুষ প্রথম ডোজ টিকা গ্রহন করেছে। নড়াইল সদর হাসপাতালে ভর্তি আছের ১৫ জন করোনা আক্রান্ত রোগী।

সিভি সার্জন ডা.নাসিমা খাতুন বলেন,বয়স্ক ভদ্রলোকটি নানাবিধা জটিল রোগে আক্রান্ত ছিলেন।করোনা পজেটিভ হয়েই মা/রা গেছেন। জেলায় ওমিক্রন ধরন রয়েছে,আক্রান্তের হার বেশী হলেও হাসপাতালে ভর্তির সংখ্যা বম। জেলায় আমাদের ২৪০ বেড প্রস্তুত রাখা হয়েছে।