গৌরীপুরে অজ্ঞা/ত ব্যক্তির ম/রদে/হ উদ্ধার

1
11
গৌরীপুরে অজ্ঞা/ত ব্যক্তির ম/রদে/হ উদ্ধার
গৌরীপুরে অজ্ঞা/ত ব্যক্তির ম/রদে/হ উদ্ধার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে প্রায় ষাট বছর বয়সী অজ্ঞাত এক বৃ/দ্ধের ম/রদে/হ উ/দ্ধার করেছে গৌরীপুর থানার পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার ভাংনামারী ইউনিয়নের বয়রা বাজার এলাকা এ ব্যক্তির ম/রদে/হ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরীপুর থানার এস আই নজরুল ইসলাম জানান, ঘটনারদিন সন্ধ্যায় উল্লেখিত স্থানে স্থানীয় জনৈক ব্যক্তির উন্মুক্ত দোকান ঘরে অজ্ঞা/ত ব্যক্তির ম/রদে/হ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে এ খবর জানান। পুলিশ ঘটনাস্থল থেকে এ দিন রাতে অজ্ঞা/ত ব্যক্তির ম/রদে/হটি উ/দ্ধার করে ম/য়না তদ/ন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

তিনি আরও জানান, অজ্ঞা/ত ব্যক্তির পরিচয় শনা/ক্তের জন্য পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ স্ট্যাটাস দেয়া হয়েছে। শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞা/ত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গৌরীপুর থানায় ইউডি মা/মলা দায়ের করা হয়েছে।