স্টাফ রিপোর্টার
নড়াইলে মা/দক মাম/লায় অহিদা বেগম নামে এক মহিলাকে যা/বজ্জীবন (আমৃ/ত্যু)কা/রাদ/ন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে আদালত। সোমবার (১৪ ফেব্রুয়ারী) জেলা ও দা/য়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।
মা/মলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৩ অক্টোবর নড়াইল ডিবি পুলিশ এসআই নড়াইল-যশোর সড়কে সদরের সীতারামপুর এলাকায় একটি প্রাইভেট কার তল্লা/সী করে যশোর সদরের শংকরপুর এলাকার শরিফুল খানের স্ত্রী অহিদা বেগমের কাছ থেকে ১শ গ্রাম হি/রোইন উ/দ্ধার করে।
এ ঘটনায় সদর থানায় মা/দকদ্রব্য আইনে ওই ম/হিলা, প্রাইভেট কারের ড্রাইভার ও কারের ৩জন যাত্রী মোট ৫ জনকে আসা/মী করে মা/মলা দায়ের হয়। সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আসা/মীর উপস্থিতিতে এ মাম/লার রায় ঘোষণা করেন। এ মা/মলার অপর ৪ আসা/মীকে বেকসুর খালা/স প্রদান করেছে আদালত। জজ আদালতের পিপি অ্যাডঃ এমদাদুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।