স্টাফ রিপোর্টার
নড়াইল পৌরসভা পরিষদের ১ম বছর পূর্তিতে এক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। গতকাল পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌর পরিষদ কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা ও কাউন্সিলরবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফুলের শুভেচ্ছা প্রদান করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুজ্জামান, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হক, কোষাধক্ষ্য মোসাম্মৎ শাহিনা আক্তার.মোঃ আক্তারুজ্জামান, বাবু শিমুল কুমার ঘোষ,বিএম রমিছুর রহমান বুলু,রানা সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ১ম বছর পূর্তিতে কর্মচারী-কর্মকর্তাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পেয়ে আবেগআপ্লুত হয়ে কাউন্সিলরবৃন্দ ও মেয়র মহোদয়।
কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুজ্জামান বলেন, আমরা খুবই আনন্দিত যে আমাদের কোন বেতন বকেয়া বেতন নাই।
কোষাধ্যক্ষ মোসাম্মৎ শাহিনা আক্তার বলেন, আমরা বর্তমান পৌর পরিষদের মেয়র মহোদয় ও কাউন্সিলরবৃন্দদের প্রতি কৃতজ্ঞ। আমাদের দেনা পাওনা সঠিক সময়ে পরিষদ করার ফলে আমার কাজের গতি বেড়েছে এবং এ জন্য সকলকে ধন্যবাদ জানাই।
পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, নড়াইল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নড়াইল পৌরসভাকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন এজন্য সকলকে ধন্যবাদ জানাই। সে কারণে নড়াইল পৌরবাসী ড্রেনেজ ব্যবস্থাসহ সকল সুযোগ সুবিধা পাচ্ছেন এবং আগামীতে ও আরো বেশি পাবেন। আমি ঘোষণা দিচ্ছি পালন করার জন্য এ ধারা অব্যাহত থাকলে কর্মকর্তা কর্মচারী ও কাউন্সিলরদের কে পুরস্কৃত করা হবে।