নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
1
নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ -২০২২ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় এর সভাকক্ষে জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

৪টি গ্রুপে চিত্রাংকন, সংগীত, আবৃত্তি, ৭ মার্চের বঙ্গবন্ধু’র ভাষণ ও নৃত্য প্রতিযোগিতায় জেলার তিন উপজেলার বিজয়ী শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। আগামীকাল সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে ৭ মার্চের আলোচনা সভাশেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আব্দুলাহ বিন শফিক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিবুপদ দাস, বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ এস এ।মতিন, সাইফুর রহমান হিলু, মোঃ রউশন আলী,শিল্পী সমীর বৈরাগী, আসাদুর রহমান, সৌরভ ব্যানার্জী, নইমা জব্বারী বনানী, মোঃ মহিউদ্দিন, বিকাশ সিকদার, সরকারি কর্মকর্তা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিযোগী ও অভিভাবকগণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।