নড়াইলে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী পালন এবং ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন

0
3
নড়াইলে বঙ্গবন্ধু'র জন্মবার্ষিকী পালন এবং ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন
নড়াইলে বঙ্গবন্ধু'র জন্মবার্ষিকী পালন এবং ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার

‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে নানা আয়োজনে ১৭ ই মার্চ বাংলাদেশী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার জেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও বিশেষ দোয়া, কেক কাটা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অপরদিকে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৭ দিনব্যাপি ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’ শুরু হয়েছে। বৃহস্পতিবার দূপুরে এ মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন (এনডিসি)।

এসব কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।