গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও পতাকা মিছিল

0
3
গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও পতাকা মিছিল
গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও পতাকা মিছিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় জাতীয় পতাকা মিছিল, সুবর্ণজয়ন্তী র‌্যালি ও সমাবেশ হয়েছে।

এ কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (১৮ মার্চ) বিকেলে গৌরীপুর উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হাসান মারুফের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য দেন, গৌরীপুর উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ ভূয়া, ইউনুছুর রহমান তালুকদার, রঞ্জন কুমার ঘোষ, মতিউর রহমান খান, সৈয়দ রফিকুজ্জামান, আবুল কালাম মুহম্মদ আজাদ, আব্দুর রহিম, মোঃ নাজিম উদ্দিন, হেলাল উদ্দিন আহাম্মদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি হুমায়ূন রশিদ সোহাগ, সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম রানা, সদস্য নাজমুন নাহার মুক্তা, উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জল কুমার চন্দ প্রমুখ।