স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নে দিনব্যাপী ৮শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও/ষুধ প্রদান করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যাপীঠ প্রাঙ্গনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক প্রয়াত কমরেড আতাউর রেহমান স্মরণে তাঁর সহযোদ্ধা ও স্বজনদের আয়োজনে আয়োজিত এই ক্যাম্পের মাধ্যমে ৬জন বিশেষজ্ঞ চিকিৎক চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসকদের মধ্যে ছিলেন ডাঃ মনোজ কুমার দাশ, ডাঃ তাসনিন জিনাত, ডাঃ নাসির মাহমুদ বাপ্পী, ডাঃ মাহমুদুল হাসান সাগর, ডাঃ একেএম আরিফুল আলম ও ডাঃ তাহমিদা খানম। ডায়াবেটিসহ সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি চক্ষুরোগীদের প্রয়োজন মতো চশমা দেয়া হয়। এছাড়া রোগীদের মাঝে বিনামুল্যে ও/ষুধ প্রদান করা হয়।
ক্যাম্প চলাকালে খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ, খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, খাশিয়াল ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার খান লুৎফর রহমান সহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান বরকত উল্লাহ বলেন, ‘মানবতার কল্যাণে নিবেদিত ছিলেন প্রয়াত কমরেড আতাউর রেহমান। তার অকালে চলে যাওয়া আমাদের জন্য অনেক ক্ষতি হয়েছে। তাঁর স্মরনে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামীতেও এলাকার অসহায়-দরিদ্র মানুষের সেবাদানের লক্ষ্যে বিনামুল্যে চিকিৎসা ক্যাম্প অব্যাহত থাকবে।’