স্টাফ রিপোর্টার
নড়াইলে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে দিনব্যাপী শিশুদের চিত্রাংকন, দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধু পরিষদ, নড়াইল জেলা শাখা এর আয়োজনে এ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ, নড়াইল জেলা শাখার আহবায়ক ড.তপন কুমার সরকারের সভাপতিত্বে বিকালে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ডাঃ শেখ আবদুল্লা আল মামুন।
জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা এস,এ, মতিন নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা আওয়াামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিঃ খশরুল আলম পলাশ, সংগীত শিল্পী মাহবুব লিটু, চিত্রশিল্পী সমীর বৈরাগী, তন্দ্রা মূর্খাজী, সমীর মজুমদারসজ বঙ্গবন্ধু পরিষদ নড়াইলের নেতৃবৃন্দসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকগন এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদ, নড়াইল জেলা শাখা সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
চিত্রাংকনে ৪টি ও দেশাত্ববোধক সংগীতে ৩টি গ্রুপে ২শতাধিক শিশু প্রতিযোগী এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। মোট ১১০ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।