নড়াইলে প্রায় ২লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট

0
4
নড়াইলে প্রায় ২লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট
নড়াইলে প্রায় ২লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট

স্টাফ রিপোর্টার

সারাদেশের সাথে নড়াইল জেলাতেও জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ শুরু হয়েছে। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ৫ থেকে ১৬ বছর বয়সী মোট ১ লাখ ৮৪ হাজার ৩শত ৯২ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ২০ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২৫ মার্চ পর্যন্ত।

রবিবার (২০ মার্চ) সকাল ১০টায় পৌরসভার আয়োজনে নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এরপর নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য বিভাগের আয়োজনে কৃমি সপ্তাহের উদ্বোধন করা হয়। এসব কর্মসূচিতে সিভিল সার্জ/ন ডাঃ নাছিমা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম, ছায়েদুর রহমান, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোঃ ফোরকান আলী, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ বিশ্বাস, পৌরসভার কাউন্সিলর মোঃ রেজাউল বিশ্বাস, শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম সহ অনেকে। এসময় সরকারি কর্মকর্তা,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।