লোহাগড়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

0
3
লোহাগড়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
লোহাগড়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার লোহাগড়া থানা পুলিশের আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে থানা চত্বরে এক মতবিনিময় সভা হয়। লোহাগড়া থানা অফিসার্স ইন চার্জ শেখ আবু হেনা মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু,পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন,সহ সভাপতি ফয়জুল হক রোম, কমিশনার গিয়াস উদ্দীন ভূইয়া, ইউপি চেয়ারম্যান শেখ সিহানুক রহমান প্রমুখ। এতে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিলসমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় খোলামেলা আলোচনায় বক্তারা মাদ/ক, জুয়া, ফ্রি ফায়ার গেম, মানব পা/চার, বাল্য বিবা/হসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং পুলিশ যেন বিনা দোষে সাধারণ মানুষকে হয়/রানী না করে সে ব্যাপারেও দৃষ্টি রাখার কথা বলেন ।সভায় প্রধান অতিথি বলেন, কেউ কোন অপরাধ করবেন না এবং অপরাধের সহযোগী হবেন না।