স্টাফ রিপোর্টার
নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষ্যে এক বিশেষ প্রস্তুতি সভা বুধাবার (৬ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
সভায় আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, লিফলেট বিতরণ ও আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় জেলা ও দায়রা জর্জ মুন্সী মোঃ মশিয়ার রহমানের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান, নারী ও শি/শু নি/র্যাতন দ/মন ট্রাইবুনাল বিচারক সানা মোঃ মাহরুফ হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী আল মাসুদ, নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম বার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ কেরামত আলী, জেলা লিগাল এইড সদস্য সচিব ও সিনিয়র সহকারী জজ পশুপতি বিশ্বাস, অতিরিক্ত জেল ম্যাজিস্ট্রেট দেবাশিষ চৌধুরী, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভা মেয়র আঞ্জুমান আরা, সিভিল সা/র্জন নাছিমা আক্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ ওমর ফারুক, লোহাগড়া পৌর মেয়র মশিয়ার রহমান, দৈনিক ওশান পত্রিকার সম্পাদক ও অতিরিক্ত পিপি মোঃ আলমগীর সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দিন, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্সেদা, সহকারী জজ লিটন দাস, সহকারী জজ মোঃ আফজাল হোসেন, পাবলিক প্রসিকিউটর এমদাদুল ইসলাম,,সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।