স্টাফ রিপোর্টার
নড়াইল সদরের শেখহাটি ইউনিয়নে পরাজিত মেম্বর প্রার্থী ও গার্মেন্টসকর্মীকে ধ/র্ষ/ণের অভিযোগে মা/মলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে গ্রে/ফতার করেছে। এদিন ভোরে শেখহাটি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে দাবী করেছে ভিকটিম।
মামলার বিবরণে ভূ/ক্তভো/গি না/রী জানিয়েছেন, যশোরের নোয়াপাড়া সিডিউল টেক্সটাইল মিল হতে নাইট ডিউটি শেষে শুক্রবার বাড়ি ফিরছিলেন। শেখহাটি গ্রামের রাস্তার পাশে পৌছলে ভোর ৬টার দিকে বাগানে ওৎ পেতে থাকা মহিষখোলা গ্রামের হুমায়ুন মোল্লা (৩৪) জোরপূর্বক তাকে ধ/র্ষ/ণ করে। এর পরপরই তিনি চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। এ ঘটনার তিনি সু/ষ্ঠু বিচার দাবি করেন।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজল কুমার বকশী বলেন, অভিযোগকারী না/রী সকালের দিকে সদর হাসপাতালে অর্ভি হয়। পরে শুক্রবার এবং শনিবার দু’দিন তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
নড়াইল সদর থানার ওসি শওকত কবীর বলেন, এ ঘটনাটি শোনার পর পরই শুক্রবার বিকেলে অভিযুক্ত আসামি হুমায়ুন মোল্যাকে গ্রেফতার করে শনিবার (৯এপ্রিল) জেল হা/জতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ওই নারী বাদি হয়ে শুক্রবার সন্ধ্যায় হুমায়ুনকে আসা/মি করে মামলা করেছে। তবে ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে। বাদির বক্তব্য অসংলগ্ন মনে হওয়ায় বিষয়টি ব্যাপক তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।