গৌরীপুরে মুজিবনগর দিবস পালিত

0
8
গৌরীপুরে মুজিবনগর দিবস পালিত
গৌরীপুরে মুজিবনগর দিবস পালিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার কমল রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ওয়াহেদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মুনজুরা রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান হযরত আলী, আব্দুল্লাহ আল আমিন জনি প্রমুখ।