গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে মোঃ রাজু (১৮) নামে স্থানীয় এক যুবক বাড়ি থেকে ৩দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ যুবক এ উপজেলার রামগোপালপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে।
জসিম উদ্দিন জানান, শনিবার (১৬ এপ্রিল) সকালে তার ছেলে রাজু কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরেনি। ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৬৩৯৪৯৮৯৬৫ টি বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজনের বাড়িসহ আশ-পাশে বিভিন্ন এলাকায় খুঁজাখুঁজি করে এ পর্যন্ত তার সন্ধান পাননি তিনি।
রাজুর গায়ের রং কালো, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার ও ছোট কালো দাড়ি রয়েছে, স্বাস্থ্য স্বাভাবিক। সে আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজের সময় তার পরনে ছিল ফুল প্যান্ট ও শার্ট।
এ নিখোঁজের ঘটনায় গৌরীপুর থানায় সাধারণ ডায়রী নং-৭৪৩ তারিখ-১৮/০৪/২২ ইং। নিখোঁজ যুবকের সন্ধান পেলে ০১৬৪৩৫৩৭৩৩৮ (অনু) যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তার বাবা জসিম উদ্দিন।