নড়াইল বারের পক্ষ হতে নড়াইল জেলা ও দায়রা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর বিদায়ী সংবর্ধনা

0
18
নড়াইল বারের পক্ষ হতে নড়াইল জেলা ও দায়রা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর বিদায়ী সংবর্ধনা
নড়াইল বারের পক্ষ হতে নড়াইল জেলা ও দায়রা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

নড়াইল বারের পক্ষ হতে নড়াইল জেলা ও দায়রা জজ ও চীফ জুডিসিয়াল বিচারক এর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১.৩০ মিনিটে নড়াইল বারের সভাপতি অ্যাডঃ ওমর ফারুক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিউর রহমান, বিদায়ী চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী আল মাসুদ, না/রী ও শি/শু নি/র্যাতন দ/মন বিচারক সানা মোঃ মারুফ হোসাইন, এডঃ সুবাস চন্দ্র বসু, পিপি এমদাদুল ইসলাম, এডঃ উত্তম কুমার ঘোষ, এডঃ শরীফ মাহাবুবুল করিম, এডঃ হেমায়েতউল্লাহ হিরু, এডঃ নজরুল উসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বারের সাধারণ সম্পাদক মোঃ মাহামুদুল হাসান কায়েস। অনুষ্ঠানে বিদায়ী জেলা ও দায়রা জজ ও চীফ জুডিসিয়াল বিচারককে ফুল ও ক্রেষ্ট প্রদান করা হয়। বিদায়ী জজ নরায়নগঞ্জএর জেলা ও দায়রা জজ ও বিদায়ী চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বরিশাল এর বিভাগীয় স্পেশাল জজ হিসাবে পদন্নতি হয়েছে। সকল বক্তা দু’জন বিদায়ী জজের সার্বিক মঙ্গল কামনা করেছেন।