নড়াইল জেলার ৯৫জন ভূমিহীন পরিবার পেলেন নতুন ঘর

0
11
নড়াইল জেলার ৯৫জন ভূমিহীন পরিবার পেলেন নতুন ঘর
নড়াইল জেলার ৯৫জন ভূমিহীন পরিবার পেলেন নতুন ঘর

স্টাফ রিপোর্টার

নড়াইলে প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে ভ’মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ( ৩য় পর্যায়) এর উদ্বোধনী করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করেন।

নড়াইল জেলায় ৩ পর্যায়ের বরাদ্দ পাওয়া ১৯০ টি ঘরের মধ্যে নির্মান কাজ শেষ হওয়া ৯৫ টি গৃহ এর মধ্যে ৯৫ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে নির্মিত গৃহ ও বন্দোবস্তকৃত জমির মালিকানা (২শতক জমি) সংক্রান্ত কাগজপত্র হস্তান্তর করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)শাশ্বতী শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, স্থানীয় সরকার বিভাগ,নড়াইলের নির্বাহী মোঃ সুজায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ।