গৌরীপুরে বাজি ধরে ষাঁড়ের লড়াই

0
9
গৌরীপুরে বাজি ধরে ষাঁড়ের লড়াই
গৌরীপুরে বাজি ধরে ষাঁড়ের লড়াই

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাজি ধরে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হওয়ার অভিযোগ ওঠেছে। মঙ্গলবার (১০ মে) ভোরে উপজেলার মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সোনারামপুর এলাকায় এ লড়াই হয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, ঘটনারদিন স্থানীয় একটি জুয়ারী চক্র উল্লেখিত স্থানে পাশ^বর্তী নেত্রকোণা সদর উপজেলার বিশিউড়া এলাকার জনৈক দুই ব্যক্তির দুটি ষাঁড়ের মাঝে এ লড়াইয়ের আয়োজন করে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রায়ই এ স্থানে খুব ভোরে এ ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা থাকে। স্থানীয় ও আশপাশের বিভিন্ন এলাকার লোকজন ভোরে এ লড়াই দেখতে এসে টাকা বাজি ধরেন। এতে আয়োজকদের পকেট ভারী হলেও সর্বশান্ত হন সাধারণ মানুষ।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ষাঁড়ের লড়াইয়ের বিষয়ে তিনি অবগত নন। ঘটনাটি খতিয়ে দেখে তিনি জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। #