নড়াইলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ফসল ও আমের ব্যাপক ক্ষতি

0
34
নড়াইলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ফসল ও আমের ব্যাপক ক্ষতি
নড়াইলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ফসল ও আমের ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার

নড়াইলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে মাঠের পাকা ধান, আম ও জৈষ্ঠ্যের বিভিন্ন ফল এবং গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২১মে) সকালে নড়াইলের ওপর দিয়ে বয়ে যাওয়া আধঘন্টাব্যাপি এ ঝড়-বৃষ্টিতে এ ক্ষয়ক্ষতি হয়। এ সময় কয়েক’শ গাছপালা ভেঙ্গে পড়ে। বিভিন্ন জাতের উঠতি আম জড়ে পড়ে যায় এবং মাঠ থেকে পাকা ধান কাটা, বহন ও মাড়াই ব্যাহত হয়।

নড়াইল সদরের হাটবাড়িয়া গ্রামের আম ব্যবসায়ি মোঃ দেলোয়ার হোসেন জানালেন, কাল বৈশাখী ঝড়ে হিমসাগর, ল্যাংড়াইসহ বিভিন্ন জাতের এক থেকে দেড়শত মন আম পড়ে গেছে।

নড়াইল কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, এ ঝড়ে আমসহ বিভিন্ন ফলের ক্ষতি হলেও আউস এবং পাটের উপকার হবে বলে মন্তব্য করেন। এছাড়া ৯৭ ভাগ ধান কাটা হয়ে গেছে বলে জানান।