নড়াইলে শিশুদের সংগীত ও নৃত্য প্রতিযোগিতা

0
25
নড়াইলে শিশুদের সংগীত ও নৃত্য প্রতিযোগিতা
নড়াইলে শিশুদের সংগীত ও নৃত্য প্রতিযোগিতা

।স্টাফ রিপোর্টার

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে নড়াইলে ছায়ানট ললিতকলা পরিষদের আয়োজনে শিশুদের সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে) দুপুরে এ সংগঠনের কার্যালয়ে এ প্রতিযোগিতা শেষে ছায়ানট ললিতকলা পরিষদের সভাপতি আসলাম খান লুলু সভাপতিতে এক আলোচনা সভায় বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু, জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, জোটের যুগ্ম সম্পাদক অধ্যাপক মাহাবুবুর রহমান লিটু এবং মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু। সাংস্কৃতিক কর্মী শুভ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের শিক্ষক, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মলয় কুন্ডু বলেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে একজন শিশুর চিন্তা-চেতনার যে বিস্তৃতি ঘটে তা শিল্পের অন্য কোনো মাধ্যমে সম্ভব হয়। তাই সবাইকে শিল্প ও সংস্কৃতি চর্চায় এগিয়ে আসা জরুরি। ছবি সংযুক্ত।