স্টাফ রিপোর্টার
নড়াইলে অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০দিনব্যাপি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষাণার্থীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে আজ (বুধবার) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
সেলাই প্রশিক্ষণার্থী ৫০ জন মহিলার প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন, নগদ ৩ হাজার ৮ শত টাকা ও সনদ পত্র এবং কম্পিউটার প্রশিক্ষণার্থী ২৫ জন পুরুষ শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান ও সনদপত্র প্রদান করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পচিালক রতন কুমার হালদার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম সরকার, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ সুজাতউদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রশিক্ষাণার্থীগণসহ সংশ্লিস্টরা এ সময় উপস্থিত ছিলেন।