স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ায় অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ভস্মীভূত। পুড়ে গেছে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল। খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার ( ১০ জুন) বিকেলে উপজেলার মঙ্গলহাটা গ্রামের মিন্টু মুসল্লীর বসত ঘরে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পায়। এ সময় পাশের আঃ জলিল খনের ঘরে ও আগুন লেগে যায় । উভয় বাড়ির লোকজন তখন ঘরের বাইরে সাংসারিক কাজে ব্যস্ত ছিল। নিমিষেই মিন্টু মুসল্লীর ও আঃ জলিল খানের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় মিন্টু মুসল্লীর ঘরে থাকা ৪০/৫০ মন ধান ,কয়েক মন চাল, নগদ টাকা, সোনার গহনা ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে যায়। এতে তার প্রায় ৬/৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। অপরদিকে আঃ জলিল খানের ৩০/৩৫ মন ধান,কয়েক মন চাল, নগদ টাকা ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে যায়।তার ও প্রায় ৩/৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় লোকজন আগুন লাগার পর লোহাগড়া ফায়ার সার্ভিসে খবর দিলেও ফায়ার সার্ভিসের গাড়ি এসে প্রস্তুতি নিতে নিতে বসত ঘর দুটি আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। বিদ্যুতের সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সিন্টু শেখ ও আঃ জলিল খান জানায়।