স্টাফ রিপোর্টার
২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধনী এ অনুষ্ঠানে ব্যাপক সমারোহে অংশ নেবে দক্ষিণাঞ্চলের লক্ষাধিক মানুষ। সারা দেশের অন্তত ১০ লাখ মানুষ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও পাঁচ দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।
আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি নিতে নড়াইল জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করে। আওয়ামী লীগ নেতারা বলেন, পদ্মা সেতুর সবচেয়ে সুফলভোগী হবেন দক্ষিণাঞ্চলের মানুষ। এ কারণে দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। লঞ্চ-বাসসহ বিভিন্নভাবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের অংশ হতে চায় দক্ষিণের লাখো মানুষ। নড়াইলে উদ্বোধনী অনুষ্টানের সময় শোভাযাত্রা করা হবে বলে নেতৃবৃন্দ জানান।
জেলা আওয়ামী লীগ এর আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী বলেন, দক্ষিণাঞ্চলের কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে। এ অঞ্চলের লাখো মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়ে লঞ্চ ও বাসে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে ।উদ্বোধনী অনুষ্ঠান ও জনসমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পাঁচ দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।