স্টাফ রিপোর্টার
নড়াইল পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরে ৬২ কোটি ৪ লাখ ৩৪ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে পৌরসভার হল রুমে এ বাজেট ঘোষণা করেন নড়াইল পৌরসভার প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৭ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার টাকা, উন্নয়ন খাতে ১ কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প খাতে ৫২ কোটি ৬০ লাখ টাকা আয় ধরা হয়ছে।
বাজেট অনুষ্ঠানে এসময় নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাবেক ছাত্র নেতা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজীন লিটু, প্যানেল মেয়র-১ কাজী জহিরুল হক, প্যানেল মেয়র-২ রেজাউল বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম রাবেয়া ইউসুফ, সহ- সভাপতি গুলশান আরা, পৌরসভার সচিব ওহাবুল আলম, হিসাবরক্ষক মো:সাইফুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর সরদার, নড়াইল জেলা আওয়ামী মংস্যজীবীলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর ইপি রানী অধিকারী, সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।