স্টাফ রিপোর্টার
নড়াইলের সনাতন ধর্মের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। শুক্রবার (১ জুলাই) এ উপলক্ষে জেলা পূজাঁ উৎযাপর পরিষদ, ইসকন ও জেলা সনাতনি ফোরাম, নড়াইলের আয়োজনে শোভাযাত্রা পূজাঁ আর্চনা, আলোচনা সভা, ধর্মীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জগন্নাথ দেবকে নিয়ে শোভাযাত্রাটি শহরের নড়াইল জমিদার বাড়ী সর্বমঙ্গলা কালি বাড়ী হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল বাধাঁঘাট সার্বজনীন দূর্গা মন্দির চত্বরে এসে শেষ হয়। সন্ধ্যায় মন্দির চত্বরে আলোচনা সভা ও ধর্মীয় গান এর আয়োজন ছিল।