নড়াইলে মাছের ঘেরে বিষ প্রয়োগঃ মারা গেল ৩ লক্ষাধিক টাকার মাছ

0
18
নড়াইলে মাছের ঘেরে বিষ প্রয়োগ মারা গেল ৩ লক্ষাধিক টাকার মাছ
নড়াইলে মাছের ঘেরে বিষ প্রয়োগঃ মারা গেল ৩ লক্ষাধিক টাকার মাছ

স্টাফ রিপোর্টার

নড়াইলে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার রুই, মৃগেল, কাতলাসহ কার্প জাতীয় মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের সমেরুখোলা গ্রামের সাদা মাছের ঘেরের যৌথ মালিক নাজমুল হক, জুলহাজ মুন্সী, ইমরান মোল্যা ও রহমত মোল্যা জানান, তাদের ২ একরের মাছের ঘের বিষ প্রয়োগ করেছে। শুক্রবার (২২জুলাই) বিষক্রিয়ায় ঘেরের রুই, মৃগেল, কাতলাসহ কার্প জাতীয় মাছ মরে ভেসে উঠে। তাদের অভিযোগ একই এলাকার বিপ্লব, জাহিদ ও অহিদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। সম্প্রতি এরা আমাদের ক্ষতি করবে বলে হুমকি-ধমকি দিয়েছিল। তাদের দ্বারা এ কাজ হতে পারে।

এ ব্যাপারে কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, মাছের ঘেরে বিষ প্রয়োগের খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।