স্টাফ রিপোর্টার
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে প্রতিবাদ্য করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ সফল করার লক্ষ্যে নড়াইলের কালিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম শেখ, কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহীদুল ইসলাম শাহী, কালিয়া থানার ওসি (অপারেশন) মো. ওয়ালিয়ার রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা প্রস্ফূট মন্ডল, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ শাহরিয়ার হোসেন, কালিয়া প্রেসক্লাবের সহসভাপতি মাসুমার রহমান মাসুম, সাংবাদিক বাবর আলী, মো. জিহাদুল ইসলাম, মো. ফসিয়ার রহমানসহ কালিয়ায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। কালিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন কর্তৃক গৃহিত বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে ২৩-২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ বাস্তবায়নের জন্য মতবিনিময় সভায় বক্তারা সকলের সকলের প্রতি আহ্বান জানান।