নড়াইলের লোহাগড়া মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

0
23
নড়াইলের লোহাগড়া মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
নড়াইলের লোহাগড়া মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকালে বিদ্যালয়ের ম্যানেজিং সভাপতি মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী। বিশেষ অতিথি ছিলেন, লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভুঁইয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হায়াতুজ্জামান, লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লোহাগড়া উপজেলা পরিচালক মোঃ আবু আব্দুল্লাহ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিপ্রা রাণী, সাবেক ইউপি সদস্য আকবর হোসেন রিপন, বিদ্যালয়ের ম্যানেজিং সকল সদস্য,শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। যে সকল গাছ রোপন করা হয় তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পছন্দের ১৫ ধরণের গাছ রয়েছে । বিশেষ এ গাছগুলোর মধ্যে রয়েছে, হিজল, তমাল, সোনারু, কদম, বট, ছাতিম, আমলকী, হরিতকী, বহেরা, অর্জুন, রক্তচন্দন প্রভৃতি।