নড়াইলে প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী স্বেচ্ছাসেবক দলের নেতা তিন দিনের রিমান্ডে

0
14
নড়াইলে প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী স্বেচ্ছাসেবক দলের নেতা তিন দিনের রিমান্ডে
নড়াইলে প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী স্বেচ্ছাসেবক দলের নেতা তিন দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কাজী তারিকুল ইসলামকে (৪২) তিন দিনের রিমান্ড মজ্ঞুর করেছে আদালত। বুধবার (১০ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ মোরশেদুল আলম এ আশে দেন। এর আগে মামলার তদন্ত কারী কর্মকর্তা সাতদিনের রিমান্ডের আবেদন করে।

গত সোমবার (৮ আগস্ট) সকালে লোহাগড়া উপজেলার পারশালনগর গ্রামের নিজ বাড়ি থেকে তারিকুলকে গ্রেফতার করে পুলিশ। এরপর ওইদিন সন্ধ্যায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল। গ্রেফতারকৃত তারিকুল লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিমের ছোট ভাই।

মামলার বিবরণ থেকে জানা যায়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা তারিকুল ইসলাম তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালমন্দ করেন।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ার অভিযোগে কাজী তারিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।