নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদতবার্ষিকী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত

0
9
নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু'র ৪৭তম শাহাদতবার্ষিকী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত
নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু'র ৪৭তম শাহাদতবার্ষিকী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সকল কর্মসূচীর মধ্যে ছিল আবৃত্তি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, শোক র‌্যালি, উপজেলা চত্ত্বরে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন মসজিদে জাতির পিতা এবং তাঁর পরিবারের সদস্য ও অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া সকল মন্দিরেও বঙ্গবন্ধু’র এবং তাঁর পরিবারের সদস্যসহ অন্যান্য শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এদিকে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় উন্মুক্ত মঞ্চে লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বিকালে লক্ষিপাশা চৌরাস্তায় বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হবে।