স্টাফ রিপোর্টার
গত ০১ মার্চ ২০০০ তারিখ যশোর শহরের কোকো হোটেলের একটি কক্ষে আসামীরা ভিকটিম মোঃ বিল্লাল হোসেনকে নৃশংসভাবে হত্যা করে খাঁটের উপর লেপ দ্বারা ঢেকে রেখে পালিয়ে যায়। হত্যাকান্ডটি সেই সময়ে উক্ত এলাকায় বেশ চাঞ্চ্যেলের সৃষ্টি করে। এ সংক্রান্তে ভিকটিমের ভাই মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ০৮ অক্টোবর ২০১৫ তারিখ বিজ্ঞ বিচারক, বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল, খুলনা আসামী আঃ রাজ্জাক (বাবু)কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সাজা হওয়ার পর থেকেই আসামী পলাতক ছিল। র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল আসামীকে গ্রেফতারের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ২৯ আগস্ট ২০২২ তারিখ র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ২০০০ সালের যশোরের চাঞ্চল্যকর বিল্লাল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খুলনা জেলার রুপসা থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি খুলনা জেলার রুপসা থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আঃ রাজ্জাক (বাবু), থানা-রুপসা, জেলা-খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।