স্টাফ রিপোর্টার
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ নড়াইলে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের অধ্যক্ষ ড. তাপসী কাপুড়িয়া এবং শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ। রোববার (৪ সেপ্টেম্বর) জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুপুরে এ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার এস.এম.ছায়েদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানারা বেগম, মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের অধ্যক্ষ ড. তাপসী কাপুড়িয়া প্রমুখ। এ সময় জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, নড়াইল পেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলুসহ সককারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ ৭৫টি ইভেন্টে বিজয়ী স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জানা গেছে, অধ্যক্ষ ড. তাপসী কাপুড়িয়া শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং আর্ত মানবতার সেবায় জড়িত।