স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন সরবরাহ করা হয়েছে । উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রী কলেজ কেন্দ্র ও ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রী কলেজ কেন্দ্র এবং ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে কিছু সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্ন (এমসিকিউ) সরবরাহ করার পর বিষয়টি পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকদের নজরে আসে। পরে কেন্দ্র সংশ্লিষ্টরা প্রশ্ন দেয়া বন্ধ করে দেন।
দিঘলিয়া কলেজ কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র কুন্ডু এবং ইতনা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব মাহাবুবুর রহমান বলেন, কেন্দ্রে সরবরাহকৃত একটি প্যাকেটে প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন ছিল। পরীক্ষার্থীদের হাতে দেয়ার আগেই বিষয়টি আমাদের নজের আসলে তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া জানান,প্রশ্নের প্যাকেট খোলার পর দ্বিতীয় পত্রের প্রশ্ন পেয়ে তা ক্লোজ করে প্রথম পত্রের অতিরিক্ত প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এতে পরীক্ষার্থীদের কোন সমস্যা হয়নি।
এ ব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগার আলী বলেন, সরবরাহকৃত প্যাকেটের উপরে বাংলা প্রথম পত্র লেখা থাকলেও ভেতরে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন পাওয়া গেছে। পরীক্ষার কক্ষে প্রশ্ন দেওয়ার আগে কেন্দ্র সচিবসহ সংম্লিষ্টদের নজরে আসে এবং তাৎক্ষনিকভাবে ক্লোজ করা হয়েছে এবং বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।