হাইকোর্ট বিভাগের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী কর্তৃক নড়াইল বিচার বিভাগ পরিদর্শন

0
26
হাইকোর্ট বিভাগের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী কর্তৃক নড়াইল বিচার বিভাগ পরিদর্শন
হাইকোর্ট বিভাগের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী কর্তৃক নড়াইল বিচার বিভাগ পরিদর্শন

স্টাফ রিপোর্টার

নড়াইল বিচার বিভাগ ইন্সপেকশন এর উদ্দেশ্য সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট বিভাগের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী বিগত ২৭/০৯/২০২২ তারিখ নড়াইল আগমন করেন। ২৭/০৯/২০২২ তারিখ জাজশিপের ও ২৮/০৯/২০২২ তারিখ ম্যাজিস্ট্রেসির প্রত্যেকটা আদালত, রেকর্ডরুম, নকলখানা, হাজত খানা, মালখানা, লিগাল এইড অফিসসহ আদালতের প্রতিটা দপ্তর তিনি ইন্সপেকশন করেন।

২৮/০৯/২০২২ তারিখ নড়াইল জেলা আইনজীবী সমিতির আয়োজনে তিনি আইনজীবীবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। পরিদর্শন সমাপ্ত করে অপরাহ্নে বিচারপতি নড়াইল এর ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান ঘুরে দেখেন। এসময় তার সাথে জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা, নারী ও শিশু নি/র্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব মোঃ আকরাম হোসেন, পুলিশ সুপার সাদিরা খাতুন, নড়াইল আদালতের সকল বিচারকবৃন্দ, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন। দুই দিনের পরিদর্শন সমাপ্ত করে বিচারপতি ২৯/৯/২০২২ তারিখ ঢাকার উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করেন।