নড়াইলের সম্প্রীতির মন্দির পরিদর্শন করলেন এডিশনাল ডি আইজি

0
13
নড়াইলের সম্প্রীতির মন্দির পরিদর্শন করলেন এডিশনাল ডি আইজি
নড়াইলের সম্প্রীতির মন্দির পরিদর্শন করলেন এডিশনাল ডি আইজি

স্টাফ রিপোর্টার

সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপূজার নবমীতে নড়াইলের বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করলেন খুলনা বিভাগের এডিশনাল ডি আইজি মিজানুর রহমান মোল্যা। এসময় তার সাথে ছিলেন নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন,অতিঃ পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো.দোলন মিয়া, সহকারী পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, নড়াইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, এডিশনাল ডি আইজির সহধর্মীনী রাহেলা আকন রানু ও পরিবারের অন্য সদস্যরা।

নড়াইলের সম্প্রীতির এলাকা মহিষখোলা সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শন কালে তিনি একই স্থানে মন্দির এবং মসজিদের সম্প্রীতির কথা জানতে পারেন। তিনি বলেন, আমি একথা সব জায়গাতেই বলতে চাই, আমি সেই মহিষখোলার মন্দির এবং মসজিদের সম্প্রীতি দেখে এসেছি। সেখানে দুটি ধর্মের লোকেরা সঠিকমতো তাদের ধর্ম পালন করে সম্প্রীতি ধরে রেখেছেন। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্বে যথায়থ আইনি ব্যবস্থা গ্রহনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে। এরপর পুলিশ কর্মকর্তা আরো ৫ টি মন্দির পরিদর্শন করেন।