লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

0
20
লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

স্টাফ রিপোর্টার

পরিবর্তনশীল গতিপথ রূপান্তরিত শিক্ষা-এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলের লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। আজ বুধবার (৫ অক্টোবর ) সকাল ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া কার্যালয়ের (বিটিএ) আয়োজনে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়ায় উপজেলা শাখার সভাপতি মোঃ আমির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইকরাম হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতা প্রধান শিক্ষক মোহিদুর রহমান মোরাদ, মোঃ রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম, দীপংকর সাহা, আসাদুজ্জামান, শিক্ষক বাবু মিয়া প্রমুখ। আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারি শিক্ষক, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এর আগে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গেট থেকে একটি র‌্যালী বের হয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া কার্যালয়ে গিয়ে শেষ হয়।