বাঘারপাড়ায় শেখ রাসেল দিবস পালিত

0
4
বাঘারপাড়ায় শেখ রাসেল দিবস পালিত
বাঘারপাড়ায় শেখ রাসেল দিবস পালিত

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিলো শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা এবং আলোচনা সভা। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী,নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানসহ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান আলী’র নেতৃত্বে শেখ রাসেলের জন্ম দিন কেক কেটে পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লোকমান হেকিম, ও চিত্তরঞ্জন রায় ,দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, সাবেক ছাত্রলীগনেতা আলমগীর সিদ্দিকী, সুলতান মাহমুদ ও রিয়াদ হোসেন প্রমুখ। এদিকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে রনজিৎ রায় এমপির পক্ষে কেক কাটেন দলীয় নেতা কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, বীরমুক্তিযোদ্ধা খন্দকার শহিদুল্লাহ, উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস, সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা আকবর আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক টিপু সুলতান প্রমুখ।