জি আর মামলার নথি ব্যবস্থাপনা: সমস্যাবলী ও সম্ভাব্য সমাধান” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
44
জি আর মামলার নথি ব্যবস্থাপনা:সমস্যাবলী ও সম্ভাব্য সমাধান
জি আর মামলার নথি ব্যবস্থাপনা:সমস্যাবলী ও সম্ভাব্য সমাধান" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

রবিবার (৬ নভেম্বর) নড়াইল জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহা: আমীনুল ইসলাম এর সভাপতিত্বে সকল ম্যাজিস্ট্রেট, কোর্ট ইন্সপেক্টর, সিএসআই, জিআরও দের নিয়ে “জি আর মামলার নথি ব্যবস্থাপনা: সমস্যাবলী ও সম্ভাব্য সমাধান” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নথি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও রেজিস্টার পরিচালনা, পি আর বি এর বিধান অনুযায়ী কোর্ট গারদখানা পরিচালনা, কোর্ট পুলিশ কর্তৃক আদালতে লাইব্রেরী ব্যবহার ও পাঠাভ্যাস গঠন এর মাধ্যমে প্রয়োগকৃত আইন সম্পর্কে জানার জন্য নির্দেশ প্রদান করা হয়।

উক্ত কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে কর্মশালার বিষয়াবলী উপস্থাপনসহ সকল ধরনের রেজিস্টার ও সংশ্লিষ্ট নথি কর্মশালায় উপস্থাপন করে হাতে-কলমে সমস্যা ও সমাধানের বিষয়ে আলোকপাত করা হয়।