জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হা/মলায় আহত ৬, আটক ৫

0
8
নড়াইলে চা ব্যবসায়ীকে পি*টিয়ে আহ*তের ঘটনায় মাম*লা
হা'ম'লা

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় জমিজমা নিয়ে বিরো/ধের জেরে প্রতিপক্ষের হাম/লার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার রাতে টিপু সুলতান নামে এক ব্যক্তি বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ রাতেই ৫ জনকে আটক করেছেন। এর আগে ওই দিন দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে ৬ জন গুরুতর আহত হয়েছেন।

আটককৃতরা হলেন, উপজেলার শালবরাট গ্রামের মৃত তবিবর মোল্যার ছেলে আব্দুর রাজ্জাক, ইলিয়াস হোসেনের স্ত্রী মৌলুদা বেগম ও ছেলে জিহাদ হোসেন, আব্দুর রাজ্জাকের স্ত্রী ওলি বেগম, রামকান্তপুর গ্রামের মৃত তোজাম মোল্যার ছেলে শাহজাহান আলী।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, দীর্ঘদিন আসামীদের সাথে পৈত্রিক বসত বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকাল ১০ টার দিকে তাদের পৈত্রিক জমি বন্টনের জন্য সার্ভেয়ারের মাধ্যমে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাপজোক চলছিল। মাপজোকের শেষ পর্যায়ে যার যার জায়গা বুঝিয়ে দেওয়ার পর বাদীর ভাই মিজানুর রহমান ঘরের পাশে সীমানা পিলার বসাতে যায়। এসময় আসামী ইলিয়াস, রাজ্জাক, আসাদ ও তাদের ছেলেসহ ১৫-২০ জন ধা/রালো দা, বাঁশের লা/ঠি ও লোহার রড়সহ তার উপর হাম/লা চালায়। এক পর্যায়ে তার মা/থায় ধারা/লো দা দিয়ে কু/পিয়ে জখ/ম করে ইলিয়াস। এসময় তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে প্রতিবেশি ইসমাইল হোসেনসহ ৬ জন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে তাদের উদ্ধার করেন। স্থানীয়দের সহযোগীতায় গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে আসামী ইলিয়াসসহ তারা ৫ ভাই মিলে আপন মামাতো ভাইকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কু/পিয়ে জ/খম করে। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়। আদালত তাদের ৫ ভাইকেই যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। পরে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে খালাশ পায়। এছাড়াও স্থানীয় অসহায় মানুষদের জায়গা দখল, হুমকি ধামকিসহ মারপি/টের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন জানিয়েছেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার ঘটনায় মামলা হয়েছে। ৫ জন আসামীকে আটক করে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে।